বরিশাল মুক্ত দিবসে বিসিসির কনসার্ট

বরিশাল মুক্ত দিবসে বিসিসির কনসার্ট

৮ ডিসেম্বর স্বাধীনতার সুবর্ন জয়ন্তী ও বরিশাল মুক্ত দিবসে উপলক্ষে বরিশাল সিটি করপোরেশনের কনসার্ট আয়োজন করেছে।

আগামী মঙ্গলবার ৮ ডিসেম্বর  বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে সম্প্রীতির আলোয় আলোকিত কনসার্ট আয়োজন করেছে ।
কনসার্টে পরিবেশন করবেন ব্যান্ড ওয়ারফেজ, আর্টসেল,লালন, সাব-কনশাস ও সঙ্গীত শিল্পী ঐশী ও তার টিম।

৮ ডিসেম্বর মঙ্গলবার দুপুর ২টায় বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের গেট ওপেন করবে এবং কনসার্টটি  বিনামূল্যে উপভোগ করতে পারবে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশন।