২৪ ঘণ্টায় নতুন ৭৬৬৬ জন শনাক্ত

২৪ ঘণ্টায় নতুন ৭৬৬৬ জন শনাক্ত

গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৬৬৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। এ রোগে নতুন করে মৃত্যু হয়েছে ১১২ জনের। 

মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় ৩১৯৮২টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ছিল ২৩.৯৭। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৯০৪৪৩৬। মোট মৃত্যু মৃত্যু ১৪৩৮৮। 

সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত করোনায় দ্বিতীয় সর্বোচ্চ ১১২ জনের মৃত্যু হলো। এর আগে রবিববার দেশে করোনায় এক দিনে সর্বোচ্চ ১১৯ জনের মৃত্যুর তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৯ এপ্রিল করোনায় মারা গিয়েছিল ১১২ জন।

সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরও ৪ হাজার ২৭ জন সুস্থ হয়ে উঠেছেন। তাদের নিয়ে মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ১১ হাজার ৭০০ জন।