২৪ ঘণ্টায় মৃত্যু ২৫, শনাক্ত ১৪৪১

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সংক্রমিত হয়ে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১ হাজার ৪৪১ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে।
এই হিসাব রবিবার সকাল আটটা থেকে সোমবার সকাল আটটা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয় ২৮ জনের। আগের দিন করোনা সংক্রমণ শনাক্ত হয়েছিল ১ হাজার ৩৫৪ জনের। একদিনে করোনায় মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৬৮৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৮ দশমিক ১৫ শতাংশ।
দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাস শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ৯০ হাজার ৫২১ জন, মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৪০১। মোট সুস্থ হয়েছে ৭ লাখ ৩১ হাজার ৫৩১ জন।