২৪ ঘণ্টায় ৪১ মৃত্যু, শনাক্ত ৭২৬৪

দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ২৬৪ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ।
আগেরদিন করোনায় ৩৩ জনের মৃত্যু ও ৮ হাজার ১৬ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৮৬৭টি নমুনা পরীক্ষা করে ৭ হাজার ২৬৪ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ।
এ নিয়ে মোট করোনায় মোট ২৮ হাজার ৭৪৪ জনের মৃত্যু হল। মোট রোগী শনাক্ত দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জনে।
গত একদিনে ১১ হাজার ৪৬ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ১৬ লাখ ৪৪ হাজার ৫৩৫ জন।