২৫ থেকে ৩১ মার্চ কাঁচাবাজার, ওষুধ ও নিত্যপণ্যের দোকান বাদে সব ধরনের দোকানপাট বন্ধ

২৫ থেকে ৩১ মার্চ কাঁচাবাজার, ওষুধ ও নিত্যপণ্যের দোকান বাদে সব ধরনের দোকানপাট বন্ধ

করোনাভাইরাস নিয়ে সৃষ্ট পরিস্থিতিতে বুধবার থেকে দেশের সব জায়গায় সব মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছে দোকান মালিক সমিতি। তবে ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপ্যণের দোকান এর আওতামুক্ত থাকবে। 

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন হেলাল রোববার রাতে  এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, দোকান মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে ৩১ মার্চ পর্যন্ত সব মার্কেট বন্ধ থাকবে। তবে সুপারশপগুলো খোলা থাকবে। এ ছাড়া ওষুধ, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকবে। জুয়েলারি, ফ্যাশন হাউসসহ অন্যান্য দোকানও বন্ধের আওতায় থাকবে।