২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে ইসলামী আন্দোলন

২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেবে ইসলামী আন্দোলন

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে মোদির অংশ নেয়ার বিরোধিতা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, মোদির বিরোধিতা করে দেশের ভাবমূর্তি নষ্ট হয়, এমন কোনো কর্মসূচিতে তারা যাবেন না। আগামী ২৬ মার্চ ঢাকাসহ দেশের সব জেলা, মহানগর, উপজেলা ও ইউনিয়নে ইসলামী আন্দোলনের পতাকা র‍্যালি করবে বলে জানান তিনি। সেদিন মুক্তিযোদ্ধাদের সম্মাননা দেওয়া হবে বলেও জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির।

মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বাংলাদেশর অবস্থান বৈশ্বিক সব নেতিবাচক সূচকের শীর্ষে আর ইতিবাচকে তলানিতে জানিয়ে তিনি আরও বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এটাই বর্তমান বাস্তবতা, যা কখনোই কাম্য ছিল না।

তিনি আরও বলেন, যে জাতি মাত্র ৯ মাসে স্বাধীনতা অর্জন করেছে, সে জাতিকে কেন ৫০টি বছর দরিদ্র ও স্বল্প আয়ের দেশের সীমানায় আটকে থাকতে হলো? কেন বাংলাদেশ উন্নত দেশ না হয়ে উন্নয়নশীল দেশ হচ্ছে? জরিপ বলছে, দেশে অতি-গরীব মানুষের সংখ্যা পৌনে ২ কোটি; ১০ ভাগ ধনী মানুষের আয় দেশের মোট সম্পদের ৩৮ ভাগ, আর ১০ ভাগ গরীব মানুষের আয় দেশের মোট সম্পদের ১ ভাগেরও কম। 

ইকোনোমিক ইন্টেলিজেন্স ইউনিটের করা গণতান্ত্রিক সূচকে বাংলাদেশ ৮৮তম, মানব সম্পদ সূচকে ১২৩ তম, মানব উন্নয়ন সূচকে ১৩৫ তম, বিশ্ব ব্যাংকের বানিজ্য সহজিকরণ সূচকে ১৬৮ তম, দূষিত বায়ুর সূচকে ১ম, দূর্নীতিতে ১৪ তম, সংবাদ মাধ্যমের স্বাধীনতা সূচকে ১৫১ তম।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ, আমিরের রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন্দসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।