২৭ মার্চ থেকে ভারতে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

২৭ মার্চ থেকে ভারতে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

অবশেষে প্রায় ২ বছর পর আন্তর্জাতিক যাত্রীবাহী বিমান পরিষেবার ওপর নিষেধাজ্ঞা তুলছে ভারত। দেশটির বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ২৭ মার্চ থেকেই স্বাভাবিক নিয়মে দেশে আন্তর্জাতিক বিমান ওঠানামা করতে পারবে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে,  এই সিদ্ধান্তের ফলে ভারত থেকে বিদেশে যাওয়া বা বিদেশ থেকে ভারতে কোনো যাত্রীবাহী বিমানের আসার ক্ষেত্রে আর কোনো বাধা থাকবে না।

তবে বাধা না থাকলেও যাত্রার ক্ষেত্রে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের করোনা সংক্রান্ত নিষেধাজ্ঞা মেনে চলতে হবে।

করোনা পরিস্থিতিতে ২০২০ সালের ২৩ মার্চ থেকে ভারতে আন্তর্জাতিক বিমান পরিষেবায় নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে ২০২০ সালের জুলাই মাস থেকে ৪৫টি দেশে দ্বিপাক্ষিক বাবল অ্যারেজমেন্টের অধীনে বিশেষ বিমান পরিষেবা চালু ছিল।