৩৮তম বিসিএসে সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

বরিশাল জেলা পুলিশের উদ্যোগে ৩৮তম বিসিএস-এ সুপারিশ প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টায় বরিশাল পুলিশ লাইন্সে এ সংবর্ধনা দেন বরিশাল জেলার পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শাহজাহান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার, বীর মুক্তিযোদ্ধা একেএম মহিউদ্দিন মানিক বীর প্রতীক প্রমুখ।
উল্লেখ্য, উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ৩৮তম বিসিএসে সুপারিশ প্রাপ্ত বরিশাল জেলার ৩০ জন কৃতিসন্তান ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।