বরিশালে পুকুর নেই যদি কেউ বলেন, সেটা হবে বড় লজ্জার-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বরিশালে পুকুর নেই যদি কেউ বলেন, সেটা হবে বড় লজ্জার-যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

 

বরিশাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত  স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে বরিশালে এসেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল বলেন বরিশালে পুকুর নেই যদি কেউ বলেন, সেটা হবে বড় লজ্জার।

শনিবার ২২ জুলাই বিকেল ৪ টায় বরিশাল নগরীর বান্দরোডস্থ শহীদ আঃ রব সেরনিয়াবাত স্টেডিয়ামের অধিকতর উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: জাহিদ আহসান রাসেল এম,পি ও বরিশাল ৫ আসনের সংসদ সদস্য পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কর্ণেল অবঃ জাহিদ ফারুক শামীম এমপি ।ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে  স্টেডিয়ামের সেমিনার কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ধান নদী খাল, এই তিনে বরিশাল, সেই বরিশালে পুকুর নেই যদি কেউ বলেন, সেটা হবে বড় লজ্জার।বরিশালের সব পুকুর সংস্কার ও সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করে তোলার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, বরিশালে খুব শীঘ্রই দুটি মিনি স্টেডিয়ামের কাজ শুরু হবে। শেখ রাসেল মিনি স্টেডিয়াম। একটি এখানে এই সদর উপজেলায়, অন্যটি বাবুগঞ্জে।স্টেডিয়ামের বিদ্যুৎ বিল বকেয়া থাকা নিয়ে  ক্রিড়া প্রতিমন্ত্রী বলেন, আমি অর্থ মন্ত্রণালয়ের কাছে বরিশাল আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের বিদ্যুৎ বিল পরিশোধ বিষয়ে অনুরোধ জানাবো। 

তবে আগামীতে আপনাদের নিজেদের এই বিল পরিশোধ করতে হবে। এতো টাকা বকেয়াতো একদিন বা বছরে হয়নি। ১৫ থেকে ২০ বছর ধরে একটু একটু করে এই বকেয়া তৈরি হয়েছে। বিদ্যুৎ বিল নিয়মিত পরিশোধ করলে আজ এই পরিস্থিতি হতোনা।