৪ থেকে ২৬ জুন বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের নানা কর্মসূচী

আগামী ৪জুন থেকে বাংলাদেশ আওয়ামী লগি বরিশাল জেলা ও মহানগরের উদ্যোগে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে। ৪জুন থেকে শুরু হওয়া এই কর্মসূচী চলবে আগামী ২৫ জুন পর্যন্ত।
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্যে দিয়ে কর্মসূচী শেষ হবে। কর্মসূচী গুলোর মধ্যে রয়েছে আগামী ৪ জুন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ, ৭ জুন ঐতিহাসিক ৬ দফা দিবস , বরিশাল জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ১৯৭৫ সালের ১৫ আগস্টের শহীদ জননী ও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর ২য় মৃত্যুবার্ষিকী, ১১ জুন জাতির পিতার সুযোগ্য কন্যা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস, ২৩ জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধন। উক্ত কর্মসূচী বাস্তবায়নের লক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগরের প্রস্তুতি সভা বৃহস্পতিবার নগরীর কালীবাড়ী রোডস্থ সেরনিয়াবাত ভবনে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিশেষ অতিথি বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, জেলা ও মহানগর আওয়ামী লীগ এর সহ-সভাপতিবৃন্দ সহ সহযোগী ও ভাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ।সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগ এর সভাপতি এ্যাড. এ.কে.এম জাহাঙ্গীর। নেতৃবৃন্দ আগত সকল কর্মসূচী যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানান।কর্মসূচীর মধ্যে রয়েছে, ৪ জুন শহীদ সোহেল চত্বরস্থ বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের কার্যালয় সকাল ১০টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ।৭ জুন সকাল ৯ টায় শহীদ জননী ও বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম এর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন। ওই দিন যোহরবাদ অনুষ্ঠিত হবে দোয়া ও মোনাজাত।
৮ জুন বিকাল ৪ টায় ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষ্যে নগরীর কালী বাড়ি রোডের শহীদ আবদুর রব সেরনিয়াবাত বাসভবন আলোচনা সভা অনুষ্ঠিত হবে।১১ জুন শেখ হাসিনার কারামুক্তি দিবস উপলক্ষ্যে বিকাল ৪ টায় নগরীর কালী বাড়ি রোডের শহীদ আবদুর রব সেরনিয়াবাত বাসভবনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কর্মসূচীর মধ্যে আরো রয়েছে, ২৩ জুন দলীয় কার্যালয়ে সূর্যদ্বয়ের সাথে দলীয় কার্যালয়ের সম্মুখে জাতীয়ও দলীয় পতাকা উত্তোলন, ১০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বাংলাদেশ আওয়ামী লীগ বরিশাল জেলা ও মহানগর এর স্থায়ী কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন, বিকাল ৪ টায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মোনাজাত।
এছাড়াও স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ২২ জুন থেকে ২৬ জুন সর্বত্র আলোকসজ্জা। ২৫ জুন স্বপ্নের পদ্মা সেতুর শুভ উদ্বোধনী অনুষ্ঠান ‘এলইডি’ মনিটরে মাধ্যমে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বাসভবন, এ্যানেক্স ভবন, বঙ্গবন্ধু উদ্যোন, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড ও রূপাতলী বাসস্ট্যান্ড, সরাসরি সম্প্রচার।ওই দিন সন্ধা ৭ টায় শিল্পকলা একাডেমীতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পদ্মা সেতু নিয়ে বিভিন্ন ভিডিও সম্প্রচার করা হবে।