৪২টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

৪২টি রাফায়েল যুদ্ধবিমান কিনছে ইন্দোনেশিয়া

ফ্রান্সের কাছ থেকে ৪২ টি যুদ্ধবিমান কিনতে সম্মত হয়েছে ইন্দোনেশিয়া। দুই দেশের সরকার জানিয়েছে, ফরাসি কোম্পানি দাসল্ট অ্যাভিয়েশনের কাছ থেকে ৬টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি চূড়ান্ত হয়েছে। শিগগিরই আরও ৩৬টি কেনার প্রক্রিয়া শুরু হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এখবর জানিয়েছে।

ইন্দোনেশিয়া সফররত ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লি টুইটারে জানান, ইন্দোনেশিয়া ৪২টি রাফায়েল কিনছে। এটি সরকারিভাবে নিশ্চিত।

ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর সফরে দুই দেশ একাধিক চুক্তি স্বাক্ষর করেছে। এসব চুক্তির মধ্যে রয়েছে সাবমেরিন উন্নয়ন ও গোলাবারুদ উৎপাদন।

পার্লি বলেছেন, কৌশলগত অংশীদারিত্ব আমাদের প্রতিরক্ষা সম্পর্ককে জোরদার করবে। দক্ষিণপূর্ব এশীয় দেশটির সশস্ত্র বাহিনীর আধুনিকায়নের অংশ হতে পেরে ফ্রান্স গর্বিত।

এক সংবাদ সম্মেলনে ইন্দোনেশীয় প্রতিরক্ষামন্ত্রী প্রাবোয়ো সুবিয়ান্তো বলেন, আজ আমরা ছয়টি বিমান কেনার চুক্তি করেছি। পরে আরও ৩৬টি কেনা হবে।

দাসল্ট অ্যাভিয়েশন জানিয়েছে, এই ঘোষণা একটি দীর্ঘ মেয়াদি অংশীদারিত্বের সূচনা এবং ইন্দোনেশিয়ায় তাদের উপস্থিতি দ্রুত করতে অনুমোদন দেবে।


পিআর/বিটি