৬ দফা দিবসের আলোচনা সভায় বক্তারা বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ৫টি দেশের একটি আমরা

৬ দফা দিবসের আলোচনা সভায় বক্তারা বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ৫টি দেশের একটি আমরা
পানি সম্পদ প্রতি মন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম বলেছেন ১৯৬৫ সালে পশ্চিম পাকিস্তান সরকার নিজের দেশকে সুসংগঠিত করার জন্য চিন্তা করেছিল। আর আমরা ছিলাম অরক্ষিত। আর তখনই জাতির পিতা বঙ্গবন্ধু ৬৬ সালে বাংলার মানুষের মুক্তি সনদ ৬ দফা ঘোষণা করেন। আজ আমরা তলা বিহীন ঝুড়ির দেশের মানুষ নায়। আমরা এখন বিশ্বের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ৫টি দেশের একটি। গতকাল শুক্রবার বেলা ১১টায় জেলা ও মহানগর আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত ৬ দফা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম। প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেন, স্বাধীনতা পাওয়া যত সহজ, স্বাধীনতা রক্ষা বড়ই কঠিন। দলের ভিতর নতুন নতুন অনুপ্রবেশকারী ঢুকে পরছে। এদের ব্যাপারে সজাগ থাকতে হবে। দলের নেতা-কর্মীদের সুসংগঠিত হয়ে কাজ করার জন্য কর্মীদের প্রতি আহবান জানান তিনি। বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. গোলাম আব্বাস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুস, সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী, সাবেক মহানগর সম্পাদক অ্যাড. আফজালুল করীম, জেলা আইনজীবী সমিতির অ্যাড.আনিস উদ্দিন শহীদ, অ্যাড.মজিবর রহমান, অ্যাড. ওবায়দুল্লাহ্ সাজু, মোয়াজ্জেম হোসেন চুন্নু, অ্যাড. মিলন ভূইয়া প্রমূখ। এর আগে দলীয় কার্যলয়ে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে ফুল দিয়ে শ্রদ্বা নিবেদন করেন মহানগর আওয়ামী লীগ নেতা সদর আসনের সাংসদ ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম, সাবেক সংসদ ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাড. তালুকদার মো. ইউনুসসহ জেলা ও মাহনগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।