বরিশালের মুলাদী উপজেলার আড়িয়ালখাঁ নদীতে ডুবে শাখাওয়াত হোসেন (১২) নামের এক মাদ্রাসা ছাত্র নিখোঁজ রয়েছে। গত বৃহস্পতিবার (০৬ জুন) বিকাল ৫টার দিকে উপজেলার নন্দিবাজার এলাকা সংলগ্ন নদীতে এই ঘটনা ঘটে।
নিখোঁজ মাদ্রাসা ছাত্র শাখাওয়াত মুলাদী উপজেলা যুবলীগের আহ্বায়ক মাষ্টার জিয়াউদ্দিন মনির এর ছেলে এবং পৌরসভার ৭নং ওয়ার্ডর চর ডিগ্রি এলাকার কদমিয়া হাফিজি মাদ্রাসার ছাত্র।
ঘটনার পর থেকে স্থানীয় জেলেদের সহযোগিতায় উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পাওয়া যায়নি। এরপর ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়েছে বলে জানিয়েছেন মুলাদী থানার অফিসার ইন-চার্জ (ওসি) জিয়াউল আহসান।
তিনি জানান, মুলাদী সদর ইউনিয়নের চর লক্ষ্মিপুর গ্রামের বাসিন্দা জিয়াউল হক মনির বাসা ভাড়া নিয়ে মুলাদী থানার পেছনে পরিবার নিয়ে বসবাস করেন। ঈদ উপলক্ষে তারা বাড়িতে যান। বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে বাবা ও ছেলে বাড়ির পার্শ্ববর্তী আড়িয়ালখাঁ নদীতে গোসল করতে যায়। তারা দু’জন একই সাথে নদীতে ডুব দেয়। কিন্তু বাবা উঠে আসলেও ছেলে নিখোঁজ হয়ে যায়। এরপর অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। ঘটনাটি পরিবারের লোকজন তেমন গুরুত্ব দেয়নি। সন্ধান না পেয়ে এক পর্যায়ে তারা পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যদের খবর দেয়। তবে রাত হওয়ায় ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান সম্ভব নয় বলে ট্রলার নিয়ে নদীতে খোঁজাখুজি এবং জাল টেনে তাকে উদ্ধারের চেষ্টা চলছে।