৭ দিনের মধ্যে বরিশাল মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ

৭ দিনের মধ্যে বরিশাল মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ

আগামী ৭ দিনের মধ্যে বরিশাল মহানগর বিএনপি’র আহবায়ক কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশ দিয়েছে কেন্দ্রিয় কমিটি।

শুক্রবার (১০ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের কাছে এই চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে আগামী ৭ দিনের মধ্যে ৪১ সদস্য বিশিস্ট আহ্বায়ক কমিটির তালিকা কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে। ওই চিঠির অনুলিপি বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, সহ-সাংগঠনিক সম্পাদকদ্বয়, মহানগরের সিনিয়র যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবকেও দেয়া হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বরিশাল মহানগর বিএনপি’র আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব সহ ৩ সদস্যের কমিটি গঠিত হয়। পরবর্তী ৭ দিনের মধ্যে ৪১ সদস্য বিশিস্ট পূর্ণাঙ্গ আহবায়ক কমিটির তালিকা জমা দিতে হবে। ওই তালিকায় আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবের স্বাক্ষর থাকতে হবে।