৭ মার্চ শিক্ষাপ্রতিষ্ঠানে মানতে হবে যে নির্দেশনা

ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন উপলক্ষে আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আদেশ অনুযায়ী এদিন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোক সজ্জার ব্যবস্থা করতে হবে।রোববার এ আদেশে স্বাক্ষর করেন উপসচিব শামসুল আলম।
আদেশে বলা হয়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭১ সালে ৭ মার্চের ভাষণের দিনটিকে ‘ঐতিহাসিক ৭ মার্চ ২০২২ জাতীয় দিবস’ হিসেবে উদযাপনের কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী সকল মন্ত্রণালয়/বিভাগ, সরকারি/আধাসরকারি, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান, দপ্তর/সংস্থার ভবনসমূহে আলোক সজ্জা করতে হবে।
এ অবস্থায়, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সভার সিদ্ধান্তের আলোকে তার আওতাধীন দপ্তরের ভবনসমূহে আলোক সজ্জাসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনা হলো পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করতে হবে। এ আয়োজনে দেশব্যাপী স্থাপিত আইসিটি ডিভিশনের শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সহযোগিতা গ্রহণ করা যেতে পারে। মাঠ প্রশাসনে সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ এই অনুষ্ঠানগুলোর সমন্বয় করবেন।