৮ মাস পর কারাগার থেকে মুক্ত বরিশালের সাবেক মেয়র কামাল

দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদন্ডপ্রাপ্ত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও জেলা বিএনপি’র সাবেক সভাপতি আহসান হাবিব কামাল ৮ মাস কারাভোগের পর বরিশাল কেন্দ্রিয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
বুধবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে মুক্তি পান। এ সময় তার অনুসারী নেতাকর্মীরা ফুল দিয়ে কামালকে স্বাগত জানায়। পরে একটি মাইক্রোবাসে দ্রুত কারাফটক ত্যাগ করেন সাবেক মেয়র কামাল।
এর আগে বিচারপতি মোহাম্মদ সেলিম এর নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চ গত মঙ্গলবার শুনানী শেষে তাকে জামিনের আদেশ দেন।
আদালত সূত্র জানায়, ১৯৯৫-৯৬ সালে বরিশাল টিএন্ডটি’র ভূ-গর্ভস্থ ক্যাবল স্থাপনের নামে ভূয়া বিল-ভাউচারের মাধ্যমে ৩৯ লাখ ৫০ হাজার টাকা আত্মসাত করে আসামীরা। এ ঘটনায় ২০১০ সালের ১১ অক্টোবর জেলা দুর্নীতি দমন কর্মকর্তা মো. আব্দুল বাসেত বাদী হয়ে ৫ জনের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ২০২০ সালের ৯ নভেম্বর বরিশাল বিভাগীয় স্পেশাল জজ আদালত ওই মামলায় সাবেক মেয়র কামাল সহ ৫ জনকে ৭ বছর করে কারাদন্ডের আদেশ দেন।
মামলায় দন্ডপ্রাপ্ত অপর আসামীরা হলো বরিশাল পৌরসভার তৎকালীন নির্বাহী প্রকৌশলী মো. ইসাহাক, পৌরসভার সাবেক সহকারি প্রকৌশলী খান মো. নুুরুল ইসলাম, পৌরসভার তৎকালীন উপ-সহকারি প্রকৌশলী আব্দুস সত্তার ও নগরীর কালিবড়ি রোডের বাসিন্দা ঠিকাদার জাকির হোসেন। তারা সকলেই উচ্চাদালত থেকে জামিনে রয়েছেন।