৯ মাস পর শ্রীপুরের সেই কারখানায় ফের আগুন

৯ মাস পর শ্রীপুরের সেই কারখানায় ফের আগুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় একটি কেমিকেল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ৯টার দিকে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, বুধবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এসএম (আজিজ) কেমিকেল কারখানার বয়লার রুম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

খবর পেয়ে ভালুকা ফায়ার স্টেশনের ২টি, শ্রীপুর ফায়ার স্টেশনের ৪টি এবং জয়দেবপুর ফায়ার স্টেশনের ৩টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। রাত সারে ৯টার দিকেও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানান ওই ফায়ার সার্ভিস কর্মকর্তা।

প্রত্যক্ষদর্শী, কারখানা কর্তৃপক্ষ, শ্রমিক ও নিরাপত্তা প্রহরীরা জানান, বুধবার সন্ধ্যায় এএসএম কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানার এসবিপি প্লান্টে (ব্লিচিং পাউডার প্লান্ট) থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই পাশের সেডগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিহান শিখায় আশপাশে আতঙ্কিত পরিবেশ তৈরি হয়।

কারখানার সিনিয়র ব্যবস্থাপক (এডমিন) রেজাউল করিম জানান, কারখানায় বুধবার দুপুর দুইটা থেকে রাত ১০টার পালায় কাজ চলছিল। এ সময় ৫৫ থেকে ৫৬ জন শ্রমিক বিভিন্ন প্লান্টে কাজ করছিলেন। আগুনের সূত্রপাত দেখে তারা নিরাপদেই দ্রুত সরে আসে। এখনো কারও নিখোঁজ থাকার খবর পাওয়া যায়নি।