৯৩ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা বরিশাল জেলা পুলিশের

বরিশালে ৯৩ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানিয়েছে বরিশাল জেলা পুলিশ। সোমবার ২০ ডিসেম্বর জেলা পুলিশ লাইনস "র ড্রীলসেট মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের এ সম্মাননা অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান। সম্মাননা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন।বরিশাল জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৯৩ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, মুক্তিযোদ্ধারা দেশের গর্বিত সন্তান, তাদের জন্যই আমাদের সম্মান।আপনাদের যেকোনো সমস্যা হলে আমাকে সব সময় স্মরণ করবেন। আমি আপনাদের পাশে আছি, ছিলাম, থাকবো। অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইকবাল হোসেন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।