৯৯৯ থেকে ফোন পেয়ে রাস্তার পাশে পড়ে থাকা অসুস্থ্য বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলো পুলিশ

বরিশালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে রাস্তার পাশে পড়ে থাকা স্বজনহীন এক অসুস্থ্য বৃদ্ধকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। ৯৯৯ থেকে ফোন পেয়ে কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলামের তত্ত্বাবধানে
আজ (১৩ আগস্ট) বৃহস্পতিবার দুপুরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুল ইসলাম।
কোতয়ালী মডেল থানার এসআই রিয়াজ বলেন, ওই বৃদ্ধ নগরীর কলেজ রোডের লিচুশাহ্ সড়কের পাশে পড়েছিলো। স্থানীয় কিছু যুবক ৯৯৯ এর মাধ্যমে এ খবর কোতায়ালী মডেল থানায় অবহিত করে। খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ওই বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। শারীরিকভাবে সে খুবই অসুস্থ্য। তার বাড়ি ভোলার ভেদুরিয়ার মাঝিরহাট এলাকায়। পরিবার পরিজন সম্পর্কে জিজ্ঞাসা করলে সে ডুকরে কেঁদে ওঠে। তার সাথে আড়াই হাজার নগদ টাকা ছিলো। ওই টাকা পুলিশের জিম্ময় রেখে বৃদ্ধ সেকান্দার আলীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলের ৭ নম্বর মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, চিকিৎসায় বৃদ্ধ সুস্থ্য হলে তার বিস্তারিত তথ্য জানা যাবে। তার পর অবস্থা বুঝে ব্যবস্থা নেবে পুলিশ।