‘প্রধানমন্ত্রীর পক্ষ’ থেকে শাবিপ্রবির আন্দোলনরতদের চিকিৎসায় সহায়তা

‘প্রধানমন্ত্রীর পক্ষ’ থেকে শাবিপ্রবির আন্দোলনরতদের চিকিৎসায় সহায়তা

প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী কার্যালয়ের পক্ষ থেকে আন্দোলনরত শিক্ষার্থীদের হাতে সরাসরি ওই টাকা তুলে দেওয়া হয়।আন্দোলনকারীদের অন্যমতম মুখাত্র মীর রানা বৃহস্পতিবার রাতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৬ জানুয়ারি পুলিশি হামলায় আহত ও অনশনরত শিক্ষার্থীদের চিকিৎসা ব্যয় বহনে ‘প্রধানমন্ত্রীর পক্ষ’ থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হয়।  এ বিষয়ে এর বেশি তথ্য দিতে তিনি অপারগতা প্রকাশ করেন।

গত ১৩ জানুয়ারি শাবিপ্রবির বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষের বিরুদ্ধে অসদাচরণসহ বিভিন্ন অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলটির কয়েক শ ছাত্রী। এরপর আন্দোলনরতদের ওপর ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালায়। পরে পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে এবং তাদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। সে দিনই শিক্ষার্থীদের এই আন্দোলন উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়।তারা এক দফা দাবিতে আমরণ অনশন শুরু করেন। বুধবার সে অনশন ভাঙেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

তার আগে আন্দোলনকারীদের আর্থিক সহায়তা দেওয়ায় শাবিপ্রবির সাবেক পাঁচ ছাত্রকে ঢাকা থেকে তুলে নিয়ে সিলেটে গ্রেপ্তার দেখায় পুলিশ।এর প্রতিবাদে জাফর ইকবাল শিক্ষার্থীদের ১০ হাজার টাকা সহায়তা দিয়ে তাকেও গ্রেপ্তার করতে বলেন।