‘ফরচুন বরিশাল’ এর লোগো উন্মোচন

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ ২০২০ টুর্নামেন্টে অংশগ্রহণকারী ‘ফরচুন বরিশাল’ এর লোগো উন্মোচন হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার রাজধানীর সন্ধ্যা সাড়ে সাতটায় প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজন করা হয়েছে জাকজমকপূর্ণ অনুষ্ঠান।
লোগো উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মৎস ও পশুসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপ ২০২০ টুর্নামেন্টে বর্ণাঢ্য টিম গঠন করেছে ‘ফরচুন বরিশাল’। বাংলাদেশ জাতীয় দলের ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে বরিশাল। ব্যাটসম্যান আফিফ হোসাইন, তাসকিন আহমেদ ও অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজক ও খেলবেন ফরচুন বরিশালের হয়ে । এছাড়াও বরিশালের ছেলে কামরুল ইসলাম রাব্বী, আবু জায়েদ চৌধুরী রাহিসহ বেশ কয়েকজন নামিদামি বোলার ও ব্যাটসম্যান থাকছে দলে।
এ বিষয়ে ফরচুন গ্রুপের চেয়ারম্যান মো. মিজানুর রহমান জানান, একটি দল গঠন করতে হলে কাউকে না কাউকে উদ্যোগ নিতে হয়। এখানে আমি বরিশালবাসীর পক্ষ থেকে সেই উদ্যোগ গ্রহণ করেছি মাত্র। তাই এই টিম গোটা বরিশালবাসীর। যা বরিশালের সকলের জন্য গর্বের বিষয়। এই দলের বিজয় হবে পুরো বরিশালবাসীর বিজয়।
পূর্ণাঙ্গ খেলোয়াড়দের তালিকায় যারা রয়েছেন তারা হলেন, তামিম ইকবাল খান, আফিফ হোসাইন ধ্রুব, তাসকিন আহমেদ, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, আবু জায়েদ চৌধুরী রাহি, তৌহিদ হৃদয়, তানভির ইসলাম, সুমন খান, মোহাম্মদ সাইফ হাসান, আমিনুল ইসলাম বিপ¬ব, মাহিদুল আকন, মোঃ পারভেজ হোসাইন ইমন, কামরুল ইসলাম রাব্বী, আবু সায়েম ও সোহরাওয়ার্দী শুভ।