‘ফ্যাসিবাদী’ সরকারকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে

‘ফ্যাসিবাদী’ সরকারকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘এই অন্যায়, অবিচারকারী, ফ্যাসিস্ট সরকারের কি এতগুলি বুলেট আছে যে আমাদের সবাইকে মেরে ফেলবে! কিছু লোক মারতে পারবে, আমাদের কিছু লোকের আত্মার ত্যাগে যদি দেশে পরিবর্তন হয় এরচেয়ে বড় সফলতা আর কি হতে পারে?’

তিনি বলেন, ‘জয় আমাদের হবেই। আমাদের সাহস লাগবে, এই ফ্যাসিবাদী সরকারকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করতে হবে। পরিবর্তন চাই, পরিবর্তনের জন্য সবাইকে সাহস সঞ্চয় করা দরকার’।  

রবিবার সকাল ১১টায় এবি পার্টির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ চৌধুরী এসব বলেন।

দলটির আহ্বায়ক এএফএম সোলায়মান চৌধুরী ও সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ দলীয় কার্যালয়ে এ অনুষ্ঠান পালন করেন।

জাফরুল্লাহ চৌধুরী ছাড়াও অনুষ্ঠানে ধারণকৃত শুভেচ্ছা বক্তব্য রাখেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক, রাজনীতিক ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া, সাবেক ডাকসু ভিপি ও নাগরিক ঐক্যের প্রধান মাহমুদুর রহমান মান্না, রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী, কল্যান পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম বীর প্রতিক, সাবেক এমপি নিলুফার চৌধুরী মনি, সাবেক উপমন্ত্রী ও সংসদ সদস্য গোলাম সরোয়ার মিলন, লেখক ও কলামিস্ট গৌতম দাস, ধর্মীয় ব্যক্তিত্ব  মাওলানা ড. মো. নজরুল ইসলাম আল মারুফ, বৌদ্ধ ধর্মীয় গুরু ও শিক্ষাবিদ ড. সুকোমল বড়ুয়া প্রমুখ।

ড. দিলারা চৌধুরী তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমার এবি পার্টিকে দেখে মনে হয়েছে যে তার নরডিক দেশগুলোর আদলে দেশকে একটা উদার গনতান্ত্রিক রাষ্ট্রে পরিনত করতে চায় এবং এই উদ্যোগ যদি সফল হয় তাহলে তা এদেশের জন্য এক যুগান্তকারী ঘটনা হবে।

ড. রেজা কিবরিয়া বলেন, আমার বাংলাদেশ পার্টির এক বছর পূর্তি আমাদের দেশের জন্য খবুই গুরুত্বপূর্ণ। বিগত পঞ্চাশ বছরে যে রাজনীতির ধারা দেখা গিয়েছে, এতে জনগণ অনেকটা আস্থা হারিয়ে ফেলেছে। এই নতুন পার্টির আগমনে একটি ঘাটতি পূরণ হবে।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমি এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর খবর শুনে আনন্দিত। এবি পার্টি গত এক বছর লাগাতার কাজ করেছে। দেশের আপামর মানুষের জন্য, গনতন্ত্র,  তাদের মৌলিক অধিকার এক কথায় মানুষের কল্যাণের পক্ষে তারা লড়াই করেছে।

কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক বলেন, আমি এবি পার্টির কাছে আবেদন করব তরুণদের ধরে রাখুন, তরুণ পেশাজীবিদের রাজনীতিমনস্ক করুন, তাদের রাজপথে আনুন, কারণ তারাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে।