‘সহিংসতা থামাতে পারবে না ট্রাম্প ’

‘সহিংসতা থামাতে পারবে না ট্রাম্প ’

যুক্তরাষ্ট্রে চলমান নির্বাচনী সহিংসতা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন দুই প্রেসিডেন্ট প্রার্থী। সোমবার প্রেসিডেন্ট প্রার্থী বাইডেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার কড়া জবাব দেন। দেশের বর্তমান সংঘাতের জন্য ট্রাম্পকে দায়ী করে বক্তব্য রাখেন বাইডেন।ট্রাম্প সহিংসতা থামাতে পারবেন না বলেও মন্তব্য করেন। খবর নিউইয়র্ক টাইমসের।

ট্রাম্প বলেছিলেন বাইডেন ক্ষমতায় আসলে দেশে বিশৃঙ্খলা তৈরী হবে। এর জবাবে বাইডেন বলেন, কেউ কী বিশ্বাস করবে ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসলে আমেরিকায় সহিংতা কমবে? ’তিনি বলেন, ‘আমাদের আমেরিকায় ন্যায়বিচার দরকার, আমাদের আমেরিকায় নিরাপত্তা দরকার। আমরা বহু ধরনের সমস্যায় জর্জরিত। ট্রাম্পের আমলে এসব সমস্যাকে কয়েকগুণ বাড়িয়ে দিয়েছেন।’ ফলে ট্রাম্প কিছুতেই সমস্যার সমাধান করতে পারবে না বলে মন্তব্য করেন বাইডেন।


ভোরের আলো/ভিঅ/১/২০২০