আজ বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন

আজ বরিশাল নগরীর ২৮ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন

বরিশাল সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদে বৃহস্পতিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।  সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ করা হবে। 

গতকাল' বুধবার সন্ধ্যায় বরিশাল জেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল আলম জানান, ইভিএম পদ্ধতিতে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় নেয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। 

তিনি আরও জানান, উপ-নির্বাচনে ৩জন প্রার্থী রয়েছে। ঘুড়ি প্রতীক নিয়ে জাহিদ হোসেন, ঠেলাগাড়ি প্রতীক নিয়ে হুমায়ুন কবির এবং লাটিম প্রতীক নিয়ে সৈয়দ গোলাম কবির মামুন প্রতিদ্বন্ধিতা করছেন। ওই ওয়ার্ডের ৩টি কেন্দ্রে ২১টি বুথে মোট ভোটার ৭ হাজার ২১২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ হাজার ৫৭২ জন এবং ৩ হাজার ৬৪০ জন ও মহিলা।

এদিকে নির্বাচনী নিরাপত্তায় প্রতি কেন্দ্রে অস্ত্রধারী ৩ জনসহ ১৪ জন পুলিশ সদস্য ও ৮ জন আনসার সদস্য থাকবেন। এছাড়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওই ওয়ার্ডে নির্বাচনে দায়িত্ব পালন করবেন। 

২০২০ সালের ১১ ডিসেম্বর নগরীর ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেনের মৃত্যুতে ওই পদটি শূন্য হয়।