অবশেষে যবিপ্রবিতে ভর্তির সুযোগ পাচ্ছেন সেই ছাত্র

অবশেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ২০২০-২১ সেশনে স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগে ভর্তির সুযোগ পাচ্ছেন নিপুণ বিশ্বাস। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।
আজ বিশ্ববিদ্যালয় ডিনস কমিটির আহ্বায়ক ড. মো. মেহেদী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিস্থিতি বিবেচনায় আরো একটি আসন বাড়িয়ে ওই শিক্ষার্থীকে ভর্তি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশের মাত্র ১৬ ঘণ্টা সময় বেঁধে দেওয়ায় মেধাতালিকার শীর্ষে থেকেও তাকে বঞ্চিত হতে হয়েছে ভর্তি থেকে। তবে ভর্তি হতে পারবেন, এমন আশায় নিপুণ ক্যাম্পাসে গতকাল রাত থেকে অবস্থান করছিলেন। এদিকে এ ঘটনা সমাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার পর আজ বিকালে এমন সিদ্ধান নিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।
পিআর/বিপি