আওয়ামী লীগ কার্যালয়ের রুম থেকে যুবকের রহস্যময় লাশ উদ্ধার

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা আওয়ামী লীগের অফিসের একটি পরিত্যক্ত রুম থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে ভৈরব বাজার হলুদপট্টির কাছে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের ভিতরে একটি রুমে লাশটি পাওয়া যায়।
লাশের পাশে একটি ইনহেলার (অ্যাজমার জন্য ব্যবহৃত) ও একটি অ্যানড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নিহত যুবকের পরনে ছিল একটি প্যান্ট। তবে তার শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই।
নিহত যুবকের নাম মো. শফিক মিয়া (৩৫)। তিনি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের মাটিকাটা গ্রামের মো. সামসু মিয়ার ছেলে এবং মিষ্টির দোকানের কর্মচারী ছিলেন।
উল্লেখ্য, ৫ আগস্টের সরকার পতনের পর থেকেই ওই অফিসটি পরিত্যক্ত ছিল। অফিসের দুটি রুম রয়েছে, যার মধ্যে দক্ষিণ দিকে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ অফিস, উত্তর দিকে উপজেলা যুবলীগ অফিস এবং পশ্চিম দিকে উপজেলা আওয়ামী লীগের অফিস। এসব অফিস দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে এবং নেতাকর্মীরা সেখানে প্রবেশ করেননি।
স্থানীয় একটি মিষ্টির দোকানের ম্যানেজার বিকাশ দেব জানান, গত এক সপ্তাহ আগে শফিক মিয়া তাদের দোকানে চাকরি নিয়েছিলেন। চাকরির প্রথম ৭ দিনে তিনি ৪ দিন ডিউটি করেন। বুধবার সকালে তিনি ইনহেলার কেনার জন্য ৩০০ টাকা চেয়ে দোকান থেকে বের হন। পরে ৪ ঘণ্টার মধ্যে তার লাশের খবর আসে।
নিহতের বড় ভাই জনি মিয়া বলেন, "আমার ভাই দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। বাড়ি থেকে বের হয়ে বিভিন্ন কাজ করতেন ভৈরবে। বুধবার বিকালে আমি তার ছবি দেখে থানায় ছুটে এসে লাশ শনাক্ত করি। তার মৃত্যু অসুস্থতার কারণেই হয়েছে বলে আমার ধারণা।"
ভৈরব থানার ওসি খন্দকার ফূয়াদ রোহানী জানান, দুপুর সাড়ে ১২টায় খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।