মাদারীপুরে পুলিশের দুই এএসআই ও যুবলীগ নেতার অশ্লীল কর্মকাণ্ড

মাদারীপুরের রাজৈর থানার দুই এএসআই ও যুবলীগ নেতার একাধিক অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে। ভিডিওতে দেখা গেছে, তারা একাধিক নারীসহ মদ্যপ অবস্থায় নাচছেন এবং অশ্লীল কর্মকাণ্ডে জড়িত রয়েছেন।
বিষয়টি নিয়ে চাঞ্চল্যের পরে অভিযুক্তদের বিরুদ্ধে শৃঙ্খলা বহির্ভূত কার্যকলাপের অভিযোগে বিভাগীয় মামলা হবে বলে পুলিশ সুপারের পক্ষ থেকে জানানো হয়েছে। অভিযুক্তরা অবশ্য নিজেদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন।
মাদারীপুর জেলার রাজৈর থানার দুই উপসহকারী পুলিশ পরিদর্শক মো. হাদিবুর রহমান ও স্বপন অধিকারী এবং রাজৈর উপজেলা যুবলীগের কয়েকজন নেতার অংশগ্রহণে এসব ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে তাঁরা একটি টিনশেড ঘরে মদ্যপ অবস্থায় একাধিক নারীকে নিয়ে অশ্লীল নৃত্য উপভোগ করছেন।
এ ঘটনায় বিভিন্ন শ্রেণির মানুষ ক্ষোভ প্রকাশ করেছে এবং শৃঙ্খলা বজায় রাখার জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। অভিযুক্ত দুই এএসআই নিজেদের অবস্থানের পক্ষে নানা যুক্তি দিলেও পুলিশের শৃঙ্খলা অমান্য করার জন্য দ্রুত বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে মাদারীপুর জেলা পুলিশ।
এ বিষয়ে রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান বলেন, শৃঙ্খলা ভঙ্গের জন্য অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।