আগৈলঝাড়ায় খালে অভিযান চালিয়ে অবৈধ বাঁধ ও ভেসাল জাল উচ্ছেদ, শ্যালো জব্দ

আগৈলঝাড়ায় খালে অভিযান চালিয়ে অবৈধ বাঁধ ও ভেসাল জাল উচ্ছেদ, শ্যালো জব্দ

                                                         
বরিশালের আগৈলঝাড়ায় দেশীয় প্রজাতির ছোট মাছ রক্ষার্থে মৎস্য অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে সরকারী খালের বিভিন্ন স্থানে দেয়া অবৈধ বাঁধ অপসারণ, ভেসাল জাল উচ্ছেদ ও একটি শ্যালো মেশিন জব্দ করা হয়। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানান, সকালে উপজেলার জোবারপাড় সরকারী খালে অবৈধ ভাবে বাঁধ নির্মান করে সেচ দিয়ে মাছ ধরার সময় একটি শ্যালো মেশিন ও মাছ ধরার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। এছাড়া গৈলা ও জোবারপাড় খালে ১০টি আড়াআড়ি ভাবে বাঁধ অপসারণ করা হয়। অভিযান চলাকালে ৮টি ভেসাল জাল জব্দ করা হয় এবং কোদালধোয়া খালে দুই পাশে বাঁধ দিয়ে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে মাছ ধরার সময় জাল জব্দ ও খালের বাঁধ অপসারণ করা হয়। 
তিনি আরও জানান, জলিরপাড় খালে কারেন্ট জাল দিয়ে অঞ্জলী রায় নামে এক নারী মাছ ধরার সময় তার অবৈধ জাল জব্দ করা হয়। 

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট (ইউএনও) মোঃ সাখাওয়াত হোসেন। এসময় থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।