আন্দোলনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি গয়েশ্বরের আহ্বান

আন্দোলনের প্রস্তুতি নিতে নেতা-কর্মীদের প্রতি গয়েশ্বরের আহ্বান

দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এক দফার আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, ‘আঁচল ধরার টানটা দিয়ে শুরু করেন। সরকার পতনের জন্য এক দফার জন্য প্রস্তুত হোন।’

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী প্রজন্ম দলের উদ্যোগে ‘নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

গয়েশ্বর বলেন, ‘ঐক্যবদ্ধভাবে শক্তি-সামর্থ্য নিয়ে জনগণকে এক জায়গায় করুন। গায়ের শক্তি না থাকুক, মনের শক্তি থাকতে হবে। আমি বলব, আমরা যখন রাস্তায় থাকতে চাই আপনারা ভয় পাবেন কেন?’

এ সময় নেতা-কর্মীদের পছন্দ-অপছন্দ ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘একটাই অপছন্দ শেখ হাসিনা, একটাই অপছন্দ শেখ হাসিনার সরকার। আর কোনো অপছন্দ আমাদের সামনে নেই এখন। সেই কারণেই আমরা এক দফার দাবিতে নামি। আর কোনো নেতার দিকে আঙুল তুলবেন না। যে পারে করুক, যে পারে না, না করুক। আপনি পারেন আপনি করুন।’

গয়েশ্বর বলেন, ‘নির্বাচন নামের শব্দ নিয়ে আমার মনে হয়, আলোচনা না করা ভালো। এখন আমাদের দরকার হাসিনা সরকারের পতন।’

সংগঠনের সভাপতি জনি হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবদুস সালাম, হাবিবুর রহমান হাবিব, সদ্য কারামুক্ত ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার, কৃষক দলের সাবেক নেতা রাকিকুল ইসলাম রিপন প্রমুখ।