আফগানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক।

মঙ্গলবার (৩০ আগস্ট) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন। 

টুর্নামেন্টের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে দারুণ প্রতাপে হারিয়ে সুপার ফোরে এক পা দিয়ে রেখেছেন রশিদ খানরা।

শারজাহর এই মাঠে সাম্প্রতিক সময়ে হাই স্কোরিং ম্যাচ দেখা যায়নি বললেই চলে। গত এক বছরে এই মাঠে আগে ব্যাটিং করা দল গড়ে ১৪৩ রান তুলতে পেরেছে।