আবাহনীর টানা জয়

আবাহনীর টানা জয়

ঢাকা প্রিমিয়ার ডিভিশন টি-টোয়েন্টিতে টানা তিন জয় তুলে নিয়েছে আবাহনী লিমিটেড। অধিনায়ক মুশফিকুর রহিম ও ওপেনার মোহাম্মদ নাঈমের ব্যাটে ভর করে শনিবার  ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছে দলটি।

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি বৃষ্টির কারণে ১১ ওভারে নেমে আসে। ১০২ রানের লক্ষ্যে খেলতে নামা আবাহনী ৭ বল বাকি থাকতেই ৯ উইকেটের জয় তুলে নেয়।

লক্ষ্য তাড়া করতে নেমে নাঈম ও মুনিম শাহরীয়ার ৩.৩ ওভারে যোগ করে ৩৮ রান। মুনিমকে (১২ বলে ২৫) ফিরিয়ে জুটি ভাঙেন হাবিবুর রহমান। এরপর মুশফিক যোগ দেন নাঈমের সঙ্গে। দুজন দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

নাঈম ২৬ বলে ১টি করে চার ও ছক্কায় অপরাজিত ৩৬ রানের ইনিংস খেলেন। মুশফিক ২১ বলে ৬ চারে অপরাজিত ৩৭ রান করেন।
এর আগে অধিনায়ক মিজানুর রহমান ভালো শুরু এনে দেন ব্রাদার্সকে। জুনায়েদ সিদ্দিকিকে নিয়ে উদ্বোধনী জুটিতে যোগ করেন ৩৮ রান। সেখান থেকে ৫১/৫ পরিণত হয় দলটি। তানজিম হাসান সাকিবের তোপে এই হাল হয় ব্রাদার্সের।

১৪ বলে ২০ রান করা মিজানুরকে প্রথম শিকার বানান সাকিব। ষষ্ঠ ওভারে পর পর দুই বলে মাইশুকুর (০) ও রাহাতুলকে (০) তুলে নেন আরাফাত সানি। এরপর জুনয়াদে ও হাবিবুরকে অষ্টম ওভারে পর পর দুই বলে তুলে নেন তানজিম সাকিব। জুনায়েদ ২৩ বলে ২০ রান করেন। হাবিবুর ৭ বলে করেন ৪ রান।
পরে আলাউদ্দিন বাবুর ১০ বলে ২৪ ও জাহিদুজ্জামানের ১০ বলে ২৫ রানে ভর করে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করা ব্রাদার্স। আবাহনীর পক্ষে তানজিম সাকিব সর্বাধিক ৩টি এবং আরাফাত সানি ২ উইকেট নেন।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আবাহনী। অন্যদিকে আসরে প্রথম আসরের স্বাদ পাওয়া ব্রাদার্সের পয়েন্ট ৩। তিন ম্যাচ খেলে একটি করে জয় ও হার তাদের। তাদের অন্য ম্যাচটি পরিত্যক্ত হয়।