আলোর বাতিঘর অধ্যক্ষ মো. হানিফ স্যার আর নেই

আলোর বাতিঘর অধ্যক্ষ মো. হানিফ স্যার আর নেই

পরম শ্রদ্ধেয় শিক্ষক, বরেন্য শিক্ষাবিদ, আলোর বাতিঘর, সরকারি ব্রজমোহন কলেজের সাবেক অধ্যক্ষ মো. হানিফ স্যার আর নেই। 

সোমবার রাত সোয়া ১০টার দিকে ঢাকায় ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি ৪ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য ছাত্র, গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিতর রোগে ভুগছিলেন।

দেশ বরন্য শিক্ষাবিদ, আপদমস্তক শিক্ষক অধ্যক্ষ মো. হানিফ ব্রজমোহন কলেজ, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ বরিশাল ইসলামিয়া কলেজের সাবেক অধ্যক্ষ,  মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর-এর সাবেক চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সাবেক সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। গড়ে তুলেছেন অগণিত শিক্ষা প্রতিষ্ঠান। বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বরিশাল শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার আন্দোলনের অনন্য একজন অধ্যক্ষ মো. হানিফ। সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে যুক্ত থেকে কেবল আলোর বিচ্ছুরণ ঘটিয়ে গেছেন। তাঁর হাতে গড়া অসংখ্য শিক্ষার্থী বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে বাংলাদেশকে আলোকি করে চলেছেন।  আমৃত্যু অধ্যক্ষ মো. হানিফ শিক্ষা বিস্তারে কাজ করে গেছেন।