আষাঢ়ের প্রথম দুপুরে বরিশালে স্বস্তির বৃষ্টি

আষাঢ়ের প্রথম দুপুরে বরিশালে স্বস্তির বৃষ্টি
আষাঢ়ের প্রথমদিন শনিবার (১৫ জুন) সকালেও ছিল প্রচণ্ড গরম। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই আকাশজুড়ে মেঘের আনাগোনা বেড়ে যায়। দুপুর ১টার কালো মেঘে ঢেকে যায় আকাশ, চলতে থাকে ঝড়ো বাতাস। এর কিছু সময় পরেই শুরু হয় বহু আকাঙ্ক্ষিত বৃষ্টি। আষাঢ় মাসের প্রথম দিনেই ঘণ্টাব্যাপী মুষলধারে বৃষ্টিতে স্বস্তি নেমেছে শহরবাসীর মনে। নগরীজুড়ে বৃষ্টি চলাকালে তরুণ-তরুণী, শিশু-বৃদ্ধসহ প্রায় সব বয়সের নারী-পুরুষকে দেখা গেছে প্রচণ্ড গরমের পর স্বস্তির বৃষ্টি গায়ে মাখতে। শনিবার (১৫ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত অবস্থান করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগ অতিক্রম করে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চল পর্যন্ত অগ্রসর হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।