উজিরপুরে বুদ্ধিপ্রতিবন্ধীকে ৮ মাস ধরে ধর্ষন, গ্রেপ্তার ধর্ষক

উজিরপুরে বুদ্ধিপ্রতিবন্ধীকে ৮ মাস ধরে ধর্ষন, গ্রেপ্তার ধর্ষক


বরিশালের উজিরপুরের গাজিরপারে এক বুদ্ধিপ্রতিবন্ধিকে (১৭) ধর্ষনের অভিযোগে অভিযুক্ত সাহাবুদ্দিন (২৬) কে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ওই যুবতীর চাচা আনোয়ার বেপারী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। উজিরপুর থানার মামলা নং ১২, তাং ১৪/০৭/২০২০ ইং

মামলার সূত্রে জানা গেছে, ১৫/১১/২০১৯ তারিখ সকাল ১০ ঘটিকায় ভুক্তভোগী ওই বুদ্ধিপ্রতিবন্ধী যুবতীকে বিয়ের প্রোলোভন দেখিয়ে যুবতীর নিজ বাড়ির জাহাঙ্গীর বেপারীর পরিত্যাক্ত পাক ঘরে নিয়ে অভিযুক্ত সাহাবুদ্দিন জোড় পূর্বক ধর্ষন করে।

ভুক্তভোগী যুবতী ন্যায় বিচার চেয়ে বলেন, সাহাবুদ্দিন আমাকে প্রানণাশের হুমকি দেয় এ বিষয়ে কাউকে কিছু না জানানোর জন্য এবং হুমকি প্রদান করে তাকে প্রায়ই ধর্ষণ করে।


এ বিষয়ে মামলার তদন্তকারি কর্মকর্তা এস.আই মাহাতাব জানান, ভুক্তভোগীর চাচা মামলা দায়ের করায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত সাহাবুদ্দিন আদালতে ১৬৪এ দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে এবং পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।