উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের পলেস্তার খসে পড়ে দুই কর্মচারী আহত

বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরানো ভবনের সিলিংয়ের পলেস্তারা খসে পড়ে স্বাস্থ্য কমপ্লেক্সের দুই কর্মচারী আহত হয়েছে। আহতরা হলো স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব রক্ষক মো. রেজাউল ইসলাম (৪০) ও হারবাল সহকারি মো. হান্নান (৪৫)।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস কক্ষে ঘটনা ঘটে।
আহত মো. হান্নান জানান, অফিসে কাজ করার সময় ছাদের সিংলিংয়ের পলেস্তারা খসে পড়ে মাথায় ও হাতসহ শরীরে বিভিন্ন স্থানে আঘাত পান। তিনি ছাড়াও আরেক জন আহত হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শওকত আলী জানান, ঘটনার সময় তিনি নিজের অফিস কক্ষে ছিলেন। বিকট শব্দ শুনে ওই কক্ষে গিয়ে আহতদেরকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নেন।
স্বাস্থ্য কর্মকর্তা আরও বলেন, সত্তরের দশকে নির্মিত স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো ভবনটি ২০ শয্যার পুরুষ ও নারী ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। ভবনটি জরাজীর্ণ। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। বর্তমানে আরেকটি ভবন নির্মাণের মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যায় উন্নীত করা হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন জানান, আহতদের সুচিকিৎসার নির্দেশনা প্রদান এবং জরাজীর্ণ ভবন মেরামতের জন্য স্বাস্থ্য প্রকৌশল বিভাগকে অনুরোধ করা হয়েছে।
বরিশাল স্বাস্থ্য প্রকৌশলী বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রফিকুল ইসলাম জানান, দুই সপ্তাহ আগে তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন। ভবনটি পুননির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।