এভুলেশন ফর লাইফ এর খাদ্য সহায়তা
বরিশালের স্বেচ্ছাসেবী সংগঠন এভুলেশন ফর লাইফ কর্মহীন মানুষদের খাদ্য সহায়তা দিয়েছে।
আজ শুক্রবার (১৫ মে) বরিশাল নগরীর ফকিরবাড়ি রোডের ২৬জন কর্মহীন মানুষের পাশে ওই খাদ্য সহায়তা প্রদান করেন।
সংগঠনের কর্মী মার্জিয়া বলেন, এভুলেশন ফর লাইফ একটি স্বেচ্ছাসেবী সংগঠন। আমার সামাজিক কর্মকাণ্ড করে থাকি। বর্তমানে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমান থেকে বাঁচতে সকল মানুষ কর্মহীন হয়ে পরেছে। এই মূর্হুতে দেশের অনেক সংগঠন দু:স্থ, কর্মহীন মানুষের পাশে খাদ্য সহায়তা নিয়ে এসেছেন। তার ব্যতিক্রম আমরাও নই। আমাদের সংগঠনের সকলেই স্টুডেন্ট
।আমাদের নিজস্থ টাকা দিয়ে ফকিরবাড়ি রোডস্থ ২৬ জন কর্মহীন মানুষকে চাল, ডাল, আলু, পিয়াঁজ, সাবন ও আটা দিয়ে সহায়তা করেছি। আমাদের কার্যক্রম আগামিতে অব্যহত থাকবে।