ওয়াক ফর লাইফের আয়োজনে বিশ্ব মুগুর পা দিবস পালিত

ওয়াক ফর লাইফের আয়োজনে বিশ্ব মুগুর পা দিবস পালিত
বাঁকা পা কান অভিশাপ নয়, চিকিৎসায় ভাল হয়। অস্ত্রোপচার ছাড়াই স্বাভাবিক জীবন ফিরে পায় বাঁকা পায়ের শিশুরা। এমন আশ্বাসের কথা শোনালেন চিকিৎসকসহ আয়োজকরা। ওয়াক ফর লাইফের আয়োজনে বিশ্বমুগুর পা দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় এমন আশ্বাস দেন চিকিৎসকরা। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বরিশাল জেনারেল হাসপাতালে বিশ্ব মুগুর পা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১০টায় বরিশাল জেনারেল হাসপাতাল চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন সড়ক ঘুরে আবার হাসপাতাল চত্বরে এসে শোভাযাত্রা শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় বক্তব্য রাখেন, বরিশাল জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) মো. দেলোয়ার হোসেন, হাসপাতালের অর্থপেডিক বিভাগের চিকিৎসক মো. শফিকুল ইসলাম, মেডিসিন বিভাগের ডা. শাহাদাত হোসেন, ডিডাব্লিউএফ নার্সিং কলেজ বরিশালের সহকারী অধ্যাপক সুদীপ কুমার নাথ, ওয়াক ফর লাইফের কনসালট্যান্ট মো. মাঝহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রর ফিজিওথেরাপিষ্ট চিত্রাংশু দাস, আইএইচটি বরিশালের প্রভাষক রাকিবুল হাসান, ডিডাব্লিউএফ ম্যাটস-এর মেডিকেল এসিস্ট্যান্ট নুসরাত স্বর্না ও শাহীন মিয়া, ডিডাব্লিউএফ নার্সিং কলেজ বরিশালের আইটি অফিসার তৌসিফ ইসলাম শাওন, বরিশাল জেনারেল হাসপাতালের বিচকিৎসক ও নার্সবৃন্দ, ডিডাব্লিউএফ নার্সিং কলেজ ও ম্যাটস এর শিক্ষার্থীরা। ওয়াক ফর লাইফের কনসালট্যান্ট মাঝহারুল ইসলাম বলেন, ২০০৯ সাল থেকে ওয়াক ফর লাইফ মুগুর পা বা বাঁকা পায়ের চিকিৎসা শুরু করে। এ পর্যন্ত প্রায় ২৪ হাজার ৬০০ মুগুর পা শিশুর বিনামূল্যে সফল চিকিৎসা হয়েছে বাংলাদেশে। মুগুর পা একটা জন্মগত রোগ। এ রোগে শিশুদের পায়ের পাতা বাঁকা হয়ে থাকে। তিনি আরো বলেন, বরিশাল বিভাগে ২০১১ সাল থেকে ওয়াক ফর লাইফ মুগুর পা বা বাঁকা পায়ের চিকিৎসা শুরু করে। এ পর্যন্ত ৮ বছরের কম বয়সী প্রায় ৭৫৭ জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের বিনামূল্যে এবং অস্ত্রোপচার ছাড়া এই পদ্ধতির চিকিৎসা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।