করোনাকে জয় করতে বছরের প্রথম দিনে বই দেওয়ার উদ্যোগ

করোনাকে জয় করতে বছরের প্রথম দিনে বই দেওয়ার উদ্যোগ

করোনার দ্বিতীয় ধাপ চলছে। তার মধ্যেই নতুন বছর শুরু। আর নতুন বছরে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছে প্রশাসন ও বিদ্যালয় কর্তৃপক্ষ। বই উৎসব অনুষ্ঠিত না হলেও সীমিত পরিসরে বই বিতরণ করা হয়েছে।

শুক্রবার সকাল ৯টা থেকে স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে নগরের সব বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৯ টার দিকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে ১১১ নম্বর সিসটারস-ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান।

বরিশাল সদর উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত বই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল মো. আবদুল লতিফ মজুমদার, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর মাহবুবুর রহমান মধু, সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা খানমসহ অন্যান্যরা।

বই বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতম উদ্যোগ বছরের প্রথম দিনে সারা বাংলাদেশের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া। এই সফল উদ্যোগের অংশ হিসেবে নতুন বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। করোনার কারণে ব্যাপক আকারে উৎসব অনুষ্টিত না হলেও সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ করা হয়েছে। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উৎফুল্ল হয়েছে। করোনা মহামরী কাটিয়ে উঠে আমরা স্বাভাবিক জীবনে ফিরতে চেষ্টা করছি। সেজন্য সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সকাল সাড়ে ১০ টায় নগরের হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন জেলা প্রশাসক। এসম উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস, জেলা শিক্ষা অফিসার বরিশাল মো. আনোয়ার হোসেন, বিদ্যালয়ের সভাপতি আলমগীর খান আলো, প্রধান শিক্ষক এস, এম, ফখরুজ্জামানসহ শিক্ষক শিক্ষার্থী অভিভাবকবৃন্দ।