পাকিস্তান অক্সফোর্ড ভ্যাকসিনের ১ কোটি ৭০ লাখ ডোজ কিনলো

পাকিস্তান অক্সফোর্ড ভ্যাকসিনের ১ কোটি ৭০ লাখ ডোজ কিনলো

অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ফার্মা জায়ান্ট অ্যাস্ট্রাজেনেকার উদ্ভাবিত করোনাভাইরাস ভ্যাকসিনের ১ কোটি ৭০ লাখ কেনার জন্য চুক্তি করেছে পাকিস্তান। শনিবার দেশটি জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে দেশটির নাগরিকদের জন্য এই ভ্যাকসিন কেনা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা এখবর জানিয়েছে।

পাকিস্তান সরকার আরও জানিয়েছে, গতকাল রোববার  চীন থেকে সিনোফার্ম ভ্যাকসিন আনতে যাবে একটি বিমান। এই ধাপে ইসলামাবাদকে দেওয়া বেইজিংয়ের উপহার হিসেবে ৫ লাখ ডোজ ভ্যাকসিন নিয়ে আসা হবে।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ লাখ ৪৩ হাজারের বেশি মানুষ। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১২ হাজারের।

পাকিস্তানি প্রধানমন্ত্রী বিশেষ স্বাস্থ্য সহকারী ড. ফয়সাল সুলতান জানান, এই বছরে প্রথমার্ধে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের ৭০ লাখ ডোজ পাওয়া যাবে। বাকিগুলো ২০২১ সালের দ্বিতীয়ার্ধে আসবে।

এক বিবৃতিতে তিনি জানান, ফ্রন্টলাইন স্বাস্থ্যকর্মীদের ভ্যাকসিন দিয়ে আগামী সপ্তাহে এই কর্মসূচি শুরু হবে।
সম্প্রতি পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রক চীনের সিনোফার্ম উদ্ভাবিত করোনা ভ্যাকসিন দেশটিতে জরুরি প্রয়োগের অনুমতি দিয়েছে। জানুয়ারির শুরুতে ভ্যাকসিনটি প্রয়োগের অনুমতি দেয় চীন। বর্তমানে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে সিনোফার্মের ভ্যাকসিন প্রয়োগ হচ্ছে।

চীনের সঙ্গে সহযোগিতায় আরেকটি চীনা কোম্পানি ক্যানসিনো বায়োলজিক্সের উদ্ভাবিত ভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়াল পরিচালনা করছে। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, পরীক্ষা প্রায় শেষের দিকে। আগামী মাসের শুরুতে ফলাফল পাওয়া যাবে।