কলাপাড়ায় হত্যা মামলার মিথ্যা স্বাক্ষীর অস্বকৃতিতে পিটিয়ে জখম

কলাপাড়ায় হত্যা মামলার মিথ্যা স্বাক্ষী দিতে অস্বকৃতি জানালে এক যুবক কে বেধরক পিটিয়ে গুরুতর যখম, নগত টাকা ও স্বর্নের চেইন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়াগেছে। মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামের মৃত্যু আঃ মজিদ গাজীর ছেলে মোঃ সেলিম গাজী (৩৮) কে ৩০ সেপ্টেম্বর সন্ধ্যায় একই এলাকার মোঃ শাহিন হাওলাদার ও তার ভাইয়েরা একত্রিত হয়ে সেলিম গাজীর উপর এলাপাথারি পিটিয়ে গুরুতর আহত করে।
স্থানীয়রা সেলিম কে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করান। অভিযোগে জানাযায়, কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেড আদালতেবাদি খাদিজা বেগমের দায়ের করা সি আর ১৩১/২০২০ মামলা মোঃ শাহিন হাওলাদার,জহির হাওলাদার সহ সাত জন আসামি করা হয়। উক্ত মামলায় সেলিম গাজী ৫ নং স্বাক্ষী। এবং মৃত্যু আনিস প্যাদার সাথে মধুখালীর পুল ভেঙ্গে ট্রলি সহ দূর্ঘটনায় একত্রে ছিল। ঐ দূর্ঘটনায় আনিস প্যাদা মারা যান। ঐ মামলার আসল রহস্য কোর্টে না বলার জন্য স্বাক্ষী সেলিম গাজী কে চাপ সৃষ্টি করলে তাতে সেলিম রাজি না হওয়ায় তাকে শাহিন হাওলাদার ও তার ভাইয়েরা একত্রিত হয়ে গুরুতর পিটিয়ে আহত করে সাথে থাকা নগদ টাকা ও স্বর্নের চেইন এবং মোবাইল ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে।এব্যাপারে সেলিম গাজী জানান,আমি হাসপাতালে ভর্তি আছি সুস্থ্য হয়ে থানায় অভিযোগ দায়ের করবো।
এবিষয়ে কলাপাড়া থানা অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া জায়নি অভিযোগ পেলে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে।