কেন্দ্রীয় নেতারা উদ্বোধন করলেন আ. লীগের মনোনীত প্রার্থীর ‘নির্বাচনী প্রধান কার্যালয়’

আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ (খোকন সেরনিয়াবাত)-এর নির্বাচনী প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে। তবে এই উদ্বোধনী অনুষ্ঠানে বর্তমান মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী নেতাকর্মী এবং তার সঙ্গে থাকা ওয়ার্ড কাউন্সিলরদের উপস্থিতি দেখা যায়নি।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় নগরীর সার্কিট হাউজের বিপরীত পাশে জিলা স্কুলের সামনে নির্বাচনী প্রধান কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক, পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল অব. জাহিদ ফারুক শামীম (এমপি), বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মাদ ইউনুস, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর উপস্থিত ছিলেন।
আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত বলেন, ‘আমি আপনাদেরই সন্তান। আমি বরিশাল কে ভালোবাসি। আমার মরহুম পিতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত আপনাদের নিকট অধিক পরিচিত। আমার দুর্ভাগ্য তার ছেলে সন্তান হিসেবে আমি আপনাদের সাথে সেই ভাবে পরিচিত হবার সুযোগ পাইনি।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত সভা নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসন্ন বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে নৌকা প্রার্থী করে আমাকে আপনাদের মাঝে পাঠিয়েছেন। ইতিপূর্বে সিটি করপোরেশনের নাগরিকদের কষ্ট দিয়ে যে সকল অনিয়ম চালু হয়েছে। আপনাদের সহযোগিতায় আমি নির্বাচিত হলে নাগরিকদের কল্যাণে সকল অনিয়ম দূর করব। মাননীয় সভানেত্রী যে আশা আকাঙ্ক্ষা, কল্যাণ দিয়ে আমাকে এই নগরের মেয়র হিসেবে মনোনয়ন দিয়েছে এবং পাঠিয়েছে আমি তাহার শতভাগ মর্যাদা রক্ষায় সচেষ্ট থাকবো।’ শেষে ‘নুতান বরিশাল-জয় হোক শেখ হাসিনার’ স্লোগান দিয়ে তার বক্তব্য তার স্বাগত বক্তব্য শেষ করেন।’
দিন-রাত শ্রমদিয়ে সকলে ঐক্যবদ্ধ হয়ে সিটি করপোরেশন নির্বাচনে নৌকার মনোনীত মেয়র প্রার্থী থেকে জয়যুক্ত করার আহ্বান জানান অনুষ্ঠানে উপস্থিত দলীয় সিনিয়র নেতৃবৃন্দ।
এদিকে নির্বাচনী কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানকে ঘিরে বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা মিছিল নিয়ে যুক্ত হন।
প্রসঙ্গত, আগামী ১২ জুন বরিশাল সিটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিসিসি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র বাছাই হবে ১৮ মে। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ মে। প্রতীক বরাদ্দ করা হবে ২৬ মে।