ক্ষতি পুষিয়ে নিতে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করতে পারে সরকার

ক্ষতি পুষিয়ে নিতে শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করতে পারে সরকার

করোনাভাইরাসের জন্য ঘোষিত সাধারণ ছুটির কারণে অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে, শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করতে পারে সরকার।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে জানান, ৪৯ দিনের লকডাউন শেষে সব ছুটি বাতিলের বিষয়টি এখনই চুড়ান্ত হয়নি। তবে সাপ্তাহিক ছুটি কমিয়ে আনার বিষয়টি চিন্তা করা হচ্ছে, প্রয়োজনে তা করা হতে পারে।

মন্ত্রিসভার সাবেক দুই সচিবও লকডাউন শেষে দেশের প্রায় সবগুলো খাত যে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে তা সামলাতে ছুটি বাতিলের কথা বলেছেন।

মার্চের ২৬ তারিখ থেকে সারা দেশে লকডাউন করে বাংলাদেশ সরকার, যা পরবর্তীতে ৩০ মে পর্যন্ত বাড়ানো হয়। গণপরিবহন এবং সব শিক্ষা প্রতিষ্ঠানও বন্ধ রয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী বৃহস্পতিবার পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮,৮৬৩ এবং মারা গেছেন ২৮৩ জন।