খুব বেশি দূরে নয় শীত

খুব বেশি দূরে নয় শীত

রাত বাড়লেই মিলছে হিমেল হাওয়া। উত্তরের বাতাস বইতে শুরু করেছে। রাজধানীতে ভোরের দিকে ফ্যান বন্ধ করতে হচ্ছে বা গায়ে দিতে হচ্ছে হাল্কা চাদর। দিনের বেলা রোদ উঠলেও খুব একটা গরমের কষ্ট হচ্ছে না।

ঋতু পরিবর্তন হচ্ছে। কিন্তু শীত জাঁকিয়ে বসতে দেরি আছে। তবে খুব বেশি দূরে নয়। শীত নামতে আরও কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর বলেছেন, নভেম্বরের মাঝামাঝিতে শীত নামবে, আর ডিসেম্বরে আসবে শৈত্য প্রবাহ।

এখন হেমন্ত ঋতু চলছে, এরপর অগ্রহায়ন পেরিয়ে ডিসেম্বরের মাঝামাঝিতে শীতকাল শুরু হলেও শীত অনুভূত হয় তার আগে থেকে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় ভোরের কুয়াশা শীতের জানান দিচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বিভিন্ন অঞ্চলে রাতে শীতশীত ভাব হচ্ছে, কোথাও হালকা বৃষ্টি থাকলে ঠাণ্ডার অনুভূতিও বাড়ছে, তবে এটা শীত নয়। শীত আসবে যথাসময়ে।

কার্তিকেও হালকা বৃষ্টির আভাস রয়েছে, তাতে ঠাণ্ডার অনুভূতি ছড়ালেও সেই আবহাওয়াকে শীত বলা যাবে না। পুরোপুরি শীত অনুভূত হবে নভেম্বর মাসের দ্বিতীয়ার্ধের দিক থেকে।

রাতের তাপমাত্রা কমতে থাকবে নভেম্বর মাসে। মধ্য নভেম্বরে শীতের আমেজ বাড়বে। ডিসেম্বরের দিকে শৈত্যপ্রবাহের প্রকোপ থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরবর্তী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলাসহ সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশের দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে রংপুরের ডিমলায় ১৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস; এসময় ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

ডিসেম্বর মাসের শেষার্ধে উত্তর, উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২ টি মৃদু শৈত্যপ্রবাহ (সর্বনিম্ন তাপমাত্রা ৮-১০ ডিগ্রি সেলসিয়াস) ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে।