খ্যাতির জন্য নয়, আনন্দের জন্য কাজ করতে চাই

খ্যাতির জন্য নয়, আনন্দের জন্য কাজ করতে চাই

নিজের ৮৪তম জন্মদিনে ‘গোলন্দাজ-আনন্দ আলো সাহিত্য পুরস্কার’ পেলেন শিক্ষাবিদ, লেখক অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। 

সোমবার ইমপ্রেস টেলিফিল্ম এর বিনোদন পাক্ষিক আনন্দ আলোর এ পুরস্কার গ্রহণ করেন আবদুল্লাহ আবু সায়ীদ। এ সময় আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, খ্যাতির জন্য নয়, সারা জীবন আনন্দের সাথে কাজ করতে চাই। মানুষকে ভালোবেসে বাঁচতে চাই। আলোকিত মানুষ গড়ার স্বপ্ন দেখি। জীবনের শেষ দিন পর্যন্ত এ স্বপ্ন দেখে যাব। 

চ্যানেল আই কার্য্যালয়ে সরাসরি এ অনুষ্ঠানে আলতাফ হোসেন গোলন্দাজের ছেলে গফরগাঁওয়ের সংসদ সদস্য ফাহমি গোলন্দাজ বাবেল, আনন্দ আলোর সম্পাদক রেজানুর রহমান, শিশুসাহিত্যিক আমীরুল ইসলাম, অভিনেতা শাহরিয়ার নাজিম জয় বক্তৃতা করেন। অনুষ্ঠানে আবদুল্লাহ আবু সায়ীদের হাতে পুরস্কারের অর্থমূল্য এক লাখ টাকা, ক্রেস্ট, উত্তরীয়সহ অন্যান্য উপহার তুলে দেয়া হয়। 

গত বছর এই পুরস্কার প্রদানের কথা থাকলেও করোনা পরিস্থিতির কারনে বন্ধ ছিল। সোমবার আবদুল্লাহ আবু সায়ীদের জন্মদিনে এই পুরস্কার তার হাতে তুলে দেওয়া হয়।