গণমাধ্যমকর্মীদের উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের একাত্মতা

গণমাধ্যমকর্মীদের উদ্যোগের সঙ্গে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের একাত্মতা

বরিশাল নদীবন্দরে রান্না করা খাবার সরবরাহের গণমাধ্যমকর্মীদের উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। তিনি গণমাধ্যমকর্মীদের এই উদ্যোগকে মানবিক কাজ বলে উল্লেখ করেছেন। সত্যিকার মানুষের পাশে দাঁড়ানোর এই উদাহারণ সৃষ্টির আহ্বও জানান তিনি।

বৃহষ্পতিবার বরিশাল নদী বন্দরে থাকা কর্মহীন অসহায় মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করতে গিয়ে এসব কথা বলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।
খাবার বিতরণের সংক্ষিপ্ত ওই আয়োজনে জেলা প্রশাসক বলেন, বরিশাল যে সবকিছুতে এগিয়ে তার প্রমাণ রেখেছে গণমাধ্যমকর্মীরা। আমিও হিসেব করি, দিন শেষে আমার সবচেয়ে ভালো কাজ কোনটি। আজকের দিনের সবচেয়ে ভালো কাজ হচ্ছে গণমাধ্যমকর্মীদের উদ্যোগের সঙ্গে থেকে অসহায় মানুষের হাতে খাবার দেওয়া। চাল-ডাল না দিয়ে রান্না করা খাবার সরবরাহের উদ্যোগ ব্যতিক্রম। এই উদ্যোগ যাতে অব্যাহতভাবে চলে সেজন্য জেলা প্রশাসন পাশে থাকবে। যতদিন এই কর্মসূচি থাকবে ততদিন উদ্যোগের পক্ষ থেকে যে সহযোগিতা চাইবে জেলা প্রশাসন তা করবে। গণমাধ্যমকর্মীদের সঙ্গে একাত্ম হয়ে জেলা প্রশাসন সকল শুভ কাজের সঙ্গে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, এনডিসি নাজমুল হুদা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত দাস বিশ^াস, ইন্ডিপেন্টেন্ট টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান জেষ্ঠ্য সাংবাদিক মুরাদ আহম্মেদ, দৈনিক ভোরের আলোর সম্পাদক সাইফুর রহমান মিরণ, সমকাল বরিশাল ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জী, বরিশাল প্রেসক্লাবের সহসভাপতি ও উদ্যোগের অন্যতম উদ্যোক্তা এসএম জাকির হোসেন, প্রেসক্লাবের সাবেক সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান, সময় টেলিভিশনের ফিরদাউস সোহাগ, নিউজ-২৪-এর রাহাত খান, ডিবিসি নিউজের অপূর্ব অপু, প্রেসক্লাবের সবাকে সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান, পাঠাগার সম্পাদক খান রুবেল, চ্যানেল-২৪ এর প্রাচুর্য রানা, বাংলা নিউজ-২৪ এর মুশফিক সৌরভ, নিউজ বাংলার তন্ময় তপু, ঢাকা পোস্ট-এর সৈয়দ মেহেদী হাসান, বরিশাল নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি আরিফিন তুষার, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, শাহিন সুমনসহ বরিশালের গণমাধ্যমকর্মীরা।

বরিশালের সকল গণমাধ্যম সংগঠনের কর্মীরা একজোট হয়ে ওই দায়িত্ব পালন করছেন। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই খাবার সরবরাহ অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তারা।

গণমাধ্যম কর্মীরা আহ্বান জানাচ্ছে, তাদের দেওয়া প্রতিদিন রাতে খাবার সরবরাহ কর্মসূচির বাইরে যদি কোন ব্যক্তি-প্রতিষ্ঠান খাবার সরবরাহ করতে চান, তাহলে যেন তারা একটু আগে গণমাধ্যমকর্মীদের অবহিত করেন। তাহলে ওইদিন আর গণমাধ্যম কর্মীরা খাবার সরবরাহ করবে না। আসুন সবাই সহযোগী হয়ে কর্মহীন অসহায়দের পাশে দাঁড়াই।