বিএম কলেজে বসন্ত উৎসব

বিএম কলেজে বসন্ত উৎসব

বরিশাল ব্রজমোহন কলেজে (বিএম) সংস্কৃতি পরিষদের আয়োজনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ প্রাঙ্গণে উৎসবের উদ্ধোধন করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। 

সংস্কৃতি পরিষদের সভাপতি খারুরুল হাসান সৈকতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া, কলেজের সাবেক অধ্যক্ষ স.ম ইমানুল হাকিম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরিচালক অলক কুমার সাহা, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল-আমিন সরোয়ার, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু কুমার কর। 

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শীতের জরাজীর্ণতাকে পেছনে ফেলে মানব মনের নতুনকে বরণ করার উৎসব হচ্ছে বসন্ত। প্রধানমন্ত্রী ঘোষিত সৃজনশীল বাংলাদেশ বিনির্মাণে এই ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 
ব্রজমোহন কলেজের সংস্কৃতি পরিষদ বাঙ্গালি সংস্কৃতির বিকাশে এই ধরনের আয়োজন অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে সংস্কৃতি পরিষদের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।