সাংবাদিক মুরাদ আহমেদের ৫৫তম জন্মদিন পালন

সাংবাদিক মুরাদ আহমেদের ৫৫তম জন্মদিন পালন

শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইনডিপেনডেন্ট টেলিভিশনের ব্যুরো প্রধান সিনিয়র সাংবাদিক মুরাদ আহমেদের ৫৫তম জন্মবার্ষিকী ছিলো বৃহস্পতিবার।

মুরাদ আহমেদের জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার রাতে অনাড়ম্বর আয়োজনে কেক কাটা হয় বাংলাদেশ প্রতিদিন বরিশাল কার্যালয়ে। এ সময় অন্যান্যের মধ্যে পুলক চ্যাটার্জী, সাইফুর রহমান মিরণ, এসএম জাকির হোসেন, ফিরদাউস সোহাগ, মিজানুর রহমান, রাহাত খান, কাওছার হোসেন রানা, শাহিন সুমন, রুহুল আমীন, শেখ শুভ উপস্থিত ছিলেন। 

এর আগে মুরাদ আহমেদের জন্ম বার্ষিকী উপলক্ষ্যে বরিশাল প্রেসক্লাবে অনাড়ম্বর আয়োজনে কেক কাটার আয়োজন করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে প্রেসক্লাবের সধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, সিনিয়র সাংবাদিক শাহীনা আজমীন, কাজী আল-মামুন, মোশাররফ হোসেন, এম মোফাজ্জল হোসেন এবং রাইসুল ইসলাম অভিসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।