গণসঙ্গীত শিল্পী মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ

ঊনষত্তুরের গণ আন্দোলনে রাজপথ কাঁপানো গণসঙ্গীত শিল্পী মুক্তিযোদ্ধা আক্কস হোসেন ছিলেন অসাম্প্রদায়িক চেতনার মানুষ। মুক্তিযুদ্ধসহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন আক্কাস হোসেন। সংকীর্ণ চিন্তার উর্ধ্বে উঠে প্রগতিশীল চিন্তার প্রসার ঘটাতে কাজ করেছেন তিনি। একই সঙ্গে সংস্কৃতি বিকাশে নিবেদিতপ্রাণ হকে কাজ করে গেছেন।
শুক্রবার বিকেলে গণসঙ্গীত শিল্পী মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন-এর স্মরণ সভায় এসব কথা বলেন বক্তারা।
নগরের খেয়ালী গ্রুপ থিয়েটারের আবদুল খালেক খান গণপাঠাগার মিলনায়তনে আক্কাস হোসেনের মৃত্যু বার্ষিকী উপলক্ষে ওই স্মরণ সভার আয়োজন করে বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ।
বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ বিভাগীয় কমিটির সহসভাপতি সাংস্কৃতিক ব্যক্তিত্ব এসএম ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন, বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি নারী নেত্রী মিসেস রাবেয়া খাতুন, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, মুক্তিযোদ্ধা আইনজীবী তপন চক্রবর্তী, মহিউদ্দিন মানিক (বীরপ্রতীক), বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ বরিশাল জেলার সভাপতি অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. বিশ^নাথ দাস মুনশী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুকুল দাস, উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, বরিশাল নাটক সভাপতি কাজল ঘোষ, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি ম-লীর সদস্য আজমল হোসেন লাবু, বাংলাদশে উদীচী শিল্পীগোষ্ঠী বরিশাল জেলা সংসদের সভাপতি সাইফুর রহমান মিরণ, রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি সুশান্ত ঘোষ, গণফোরাম জেলা সভাপতি অ্যাড. হিরণ কুমার দাস মিঠু, নারী নেত্রী অধ্যাপক টুনু রাণী কর্মকার, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক দোবশীষ চক্রবর্তী, বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম, ক্যাবের সভাপতি রণজিত দত্ত, সংগীত সংগঠন সমন্বয় পরিষদ জেলার সাধারণ সম্পাদক বিনয় ভূষন ম-ল, অ্যাড. দেবাশীষ দাস, মহাত্মা অশি^নী কুমার স্মৃতি সংসদের সভাপতি ¯েœহাংশু বিশ^াস, চারুকলার অ্যাড. সুভাষ দাস নিতাই, নজরুল সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক গোপাল কৃষ্ণ গুহ রিপন।
স্মরণ সভাটি পরিচালনা করেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সভাপতি ম-লীর সদস্য শুভংকর চক্রবর্তী।