বরিশালে মূল্য তালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ন পন্য বিক্রির দায়ে ৪টি দোকানে জরিমানা

বরিশালে মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রির দায়ে ৪টি দোকান থেকে ২ হাজার টাকা করে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযানে সহায়তা করেন।
মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ দস্তগীরের নেতৃত্বে নগরীর রূপাতলী এলাকায় এই অভিযান পরিচালত হয়।
জেলা প্রশাসনের সহকারি কমিশনার সুব্রত কুমার বিশ্বাস জানান, রমজানে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে ভ্রাম্যমান আদালত নগরীর রূপাতলী এলাকায় অভিযান চালায়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদোত্তীর্ণ পন্য বিক্রির দায়ে ৪টি দোকান থেকে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন সহকারি কমিশনার সুব্রত কুমার বিশ্বাস।