গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি: ফিলিস্তিনের বিজয়

গাজায় ইসরাইল-হামাস যুদ্ধবিরতি: ফিলিস্তিনের বিজয়

গাজায় ১৫ মাসেরও বেশি সময় ধরে চলা ইসরাইলি আগ্রাসনের পর, যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে পৌঁছেছে ইসরাইল ও হামাস। এই চুক্তিকে ইসরাইলের ‘ঐতিহাসিক পরাজয়’ বলে অভিহিত করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ নেতা খলিল আল-হাইয়া।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে জানানো হয়, আল-হাইয়া এক টেলিভিশন ভাষণে বলেন, গাজায় ইসরাইল তার লক্ষ্য পূরণে ব্যর্থ হয়েছে। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি একটি ঐতিহাসিক মুহূর্ত, যা ইসরাইলের জন্য বড় ধরনের পরাজয়।

তিনি আরও বলেন, ফিলিস্তিনি জনগণ দখলদারদের সমস্ত পরিকল্পনাকে ব্যর্থ করেছে। তাদের প্রতিরোধ কখনও দখলদারদের জয়ী হতে দেবে না।

জার্মানির ডিপিএ সংবাদ সংস্থার বরাতে আল-হাইয়া বলেন, হামাস কখনও ইসরাইলি আগ্রাসন ক্ষমা করবে না এবং প্রতিটি রক্তবিন্দুর জন্য প্রতিশোধ নেওয়া হবে।

তিনি বলেন, হামাস ইসরাইল ধ্বংসের লক্ষ্যে অটল থাকবে এবং আল-আকসা মসজিদসহ তাদের পবিত্র জায়গাগুলো রক্ষার জন্য লড়াই করবে।

আল-হাইয়া হামাসের মিত্র শক্তি, যেমন ইরান-সমর্থিত লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথিদের প্রশংসা করেন। যারা ইসরাইলের বিরুদ্ধে হামাসের পাশে দাঁড়িয়ে লড়াই করেছে।

এটি ইঙ্গিত দেয় যে, হামাস এখনও আপসহীন অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও ইসরায়েলের বিরুদ্ধে তাদের প্রতিরোধ অব্যাহত রাখবে।